প্রকাশিত: Sat, Jun 24, 2023 9:25 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

মোদির প্রত্যাবর্তন ঠেকাতে পারবেন না: অমিত শাহ

ইমরুল শাহেদ: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট হওয়ার সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মনে করেন, এই নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। সূত্র: আনন্দবাজার

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে শুক্রবার পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে চলাকালীনই জম্মু ও কাশ্মীরে সফরে গিয়ে শাহ বলেন, ওখানে তো ফোটোসেশন হচ্ছে। ২০২৪-এর লোকসভা ভোটে কোনও বিরোধী জোটের সম্ভাবনাই নেই।

শেষ পর্যন্ত যদি ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট হয়, তা হলেও তাদের চিন্তার কোনও কারণ নেই বলে দাবি করেন শাহ। তিনি বলেন, আমি ওই বিরোধী নেতাদের বলতে চাই যে, আপনাদের ঐক্য প্রায় অসম্ভব এবং শেষ পর্যন্ত যদিও বা তা বাস্তব হয়, অনুগ্রহ করে জনগণের সামনে সেই ঐক্য তুলে ধরুন। ২০২৪ সালে, ৩০০-র বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদির প্রত্যাবর্তন আটকাতে পারবেন না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব